
চৌদ্দগ্রামে “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব” স্লোগান পরিবর্তনের দাবি করে বিতর্কিত মন্তব্য করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান মুক্ত। তার এই বক্তব্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, ওয়াহিদুর রহমান বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এটা আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামের মাটিতে আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। একটি নতুন স্লোগান হবে- আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। ধানের শীষে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটি দেবেন। আর কোনো স্লোগান নেই।”
ভিডিও ভাইরাল হওয়ার পর ওয়াহিদুর রহমানের মোবাইল ফোন বন্ধ রয়েছে। বিএনপি নেতা ও তৃণমূলের মধ্যে এ মন্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের কিছু নেতা বলেছেন, হয়তো আবেগের প্রভাবে এমন বক্তব্য দিয়েছেন।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা মন্তব্য করেছেন, “উনি হয়তো আবেগতাড়িত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এটি শব্দচয়নে ভুল হয়ে থাকতে পারে। তাছাড়া মনের কষ্ট থেকেও এ ধরনের বক্তব্য দেওয়া হতে পারে।”
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন বলেন, “বিএনপি সবসময় জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। বিগত ১৭ বছর আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি এবং এখনও ভোটের দাবি অব্যাহত আছে। দলের নেতা হয়ে এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখব এবং ওয়াহিদুর রহমানের কাছ থেকে ব্যাখ্যা চাইব।”