
১২ দলীয় সমমনা জোট, এলডিপি এবং লেবার পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারেক রহমান বলেন, আপনাদের ঐক্য, দৃঢ়তা ও ত্যাগের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল ছাত্র, শ্রমিক ও জনগণের সম্মিলিত বিজয়। এই ধারাবাহিকতায় আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব বিএনপির ৩১ দফা রূপরেখার ভিত্তিতে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন শরিক দলের শীর্ষ নেতারা।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, ৩১ দফার বাস্তবায়ন ও জোটের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।