
ইসরায়েলের কাতারে চালানো সর্বশেষ হামলা নিয়ে অসন্তুষ্ট হলেও, এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের কোনো পরিবর্তন আসবে না; এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি সতর্ক করেছেন, এই হামলা গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর খবরে এসব তথ্য উঠে আসে।
রুবিও বলেন, “অবশ্যই আমরা এ ঘটনায় খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন। তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না। তবে আমাদের এ নিয়ে আলোচনা করতে হবে, বিশেষ করে, এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে।”
ব্রিটেন ও ইসরায়েল সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দোহায় একটি আবাসিক কম্পাউন্ডে বিমান হামলা চালায় ইসরায়েল। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলায় প্রাণ হারান পাঁচজন হামাস সদস্য এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। জানা গেছে, নিহত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬৪ হাজার। এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছে কাতার।