
মেক্সিকোর মধ্যাঞ্চলে তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে, জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সরকারি কর্মকর্তা স্যামুয়েল আগুইলার পালা জানিয়েছেন, বুধবার সকালে পুয়েবলা রাজ্যের কুয়াকনোপালান ও ওয়াক্সাকার মাঝখানে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়, এবং আরও তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।"
তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ট্যাঙ্কার ট্রাক, বাস এবং একটি ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেক্সিকোর লা জর্নাডা নিউজ পেপারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি সিমেন্টবাহী ট্রাক একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করলে ওই দুর্ঘটনা ঘটে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিপরীত লেনে যাওয়ার সময় ট্রাকটি একটি বাসকে ধাক্কা দেয় এবং তারপরে একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং খাদে পড়ে আগুন ধরে যায়।
স্থানীয় এক সাংবাদিকের সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, খাল থেকে কালো ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলি উঠে আসছে এবং রাস্তার রেলিংয়ের একটি অংশ ভেঙে গেছে। ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।