
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রশাসনে এখনও স্বৈরাচারের দোসররা বসে আছে। এদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ এখনও নির্বাচনী ম্যাপ তৈরি করতে পারছে না, কারণ বর্তমান প্রশাসনে স্বৈরাচারের দোসররা আছে। এদের সরানো না হলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি আরও যোগ করেন, বিএনপি সবসময় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বলেছে বর্তমান প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। স্বৈরাচারের দোসরদের রেখে নির্বাচনে যেতে পারি না।
নির্বাচন বাধাগ্রস্তকারীদের প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা বলছে, নির্বাচন হতে দেওয়া হবে না তাদেরকে রাজপথে দেখতে চাই। ১৭ বছরের আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না।
পিআর পদ্ধতি নিয়ে হাফিজ উদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। জনগণ এই পদ্ধতি সম্পর্কে জানে না। যারা পিআর নিয়ে আন্দোলন করছেন তাদের জনগণের কাছে যেতে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতির প্রতি জনগণের সমর্থন পেলে তখনই এটি চালু করা যায়।
তিনি আরও বলেন, দুই-তিনটি রাজনৈতিক দল ও বিদেশি বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত পিআর ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। বিএনপি কখনো এটি সহ্য করবে না। জনগণের ওপর অত্যাচার করে নিজেদের স্বার্থে এই নির্বাচন পদ্ধতি চালু হতে দেওয়া হবে না।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, পুরানো খেলা আবার শুরু হয়েছে। ভারতের পক্ষ নিয়ে স্বাধীনতার ঘোষণা সম্ভব নয় কারণ শহীদ জিয়াউর রহমান বাঙালিদের পুনর্বাসিত করেছিলেন, যা জনসংখ্যার ভারসাম্য বজায় রেখেছে। তিনি বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করেছেন।
সভায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।