
রাজধানীর মেট্রোরেল চলাচল বৃহস্পতিবার সকালে পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার রাতে ফার্মগেট এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ হয়ে পড়েছিল। পরদিন সকালে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল নিয়মিত সময়সূচি অনুযায়ী শুরু হয়।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ফার্মগেট এলাকার কাছে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার স্থানে কিছুটা কম্পন অনুভূত হয়। বিষয়টি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে কর্তৃপক্ষ আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করে। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল।
এর আগে গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। ওই ঘটনায় পথচারী আবুল কালাম নিহত হন। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল কর্তৃপক্ষ চলাচল বন্ধ করে দেয়।
পরবর্তীতে একই দিন বিকেলে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা হয়। ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড পুনঃস্থাপন শেষে ২৭ অক্টোবর সকালে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট এলাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী তিন দিন ট্রেনের গতি সীমিত রাখা হয়েছিল।