
রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের মোবাইল ছিনতাইয়ের পর পুলিশের প্রতিক্রিয়ায় উদাসীনতা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ভুক্তভোগীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের শীর্ষ পর্যায়ের নজরে আসে এবং চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
ফেসবুক বার্তায় বলা হয়, “আহমাদ ওয়াদুদের ফেসবুক স্ট্যাটাস ‘মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে এক ঘণ্টা’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভিকটিমের ফেসবুক স্ট্যাটাসে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট চারজন পুলিশ সদস্যকে (এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম) ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে উপ-পুলিশ কমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, “পুলিশ সদস্যের অসদাচরণের জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”
সাংবাদিক আহমাদ ওয়াদুদের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।