যমুনা টেলিভিশনের উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল টকশো চলাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলার অভিযোগে ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “আপনি স্বাধীনতার মাসে টেলিভিশনের সেটে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”
উপস্থাপিকার এই মন্তব্যের উত্তরে জামায়াতপন্থী ব্যারিস্টার শাহরিয়ার কবিরও প্রতিক্রিয়া দেখান। তিনি বলেন, “অতিথি মানেই ভগবান। অতিথিকে সম্মান করতে হয়। আপনি স্বৈরাচারীর কায়দায় এর আগেও কথা বলেছেন। এখানে আপনার অনুষ্ঠান বলে কিছু নেই। আমি আপনার অনুষ্ঠানে আসিনি- আমি যমুনা টিভির আমন্ত্রণে ১৬ কোটি মানুষের কথা বলতে এসেছি।”
লাইভ সম্প্রচারের সময় দুই পক্ষের মধ্যে কিছু সময় ধরে উত্তপ্ত বাক্যবিনিময় ও তর্ক-বিতর্ক চলতে থাকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।