
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’- এর মাধ্যমে নির্মাতা হিসেবে আলোচনায় আসার পর, বেঙ্গালুরুতে একটি নাইটক্লাবে ব্যক্তিগত অনুষ্ঠানে তার আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৮ নভেম্বর আরিয়ান বেঙ্গালুরুতে একটি প্রাইভেট ইভেন্টে অংশ নেন। সেখানকার অশোকনগর এলাকার একটি পাব-এ তাকে দুই বন্ধুর সঙ্গে দেখা যায়।
অভিযোগ উঠেছে, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক পর্যায়ে তিনি জনসমক্ষে মধ্যমা আঙুল প্রদর্শন করে ‘অশালীন’ অঙ্গভঙ্গি করেন। ওই মুহূর্তের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।
বিক্ষুব্ধদের অনেকেই দাবি করছেন, এ ঘটনায় অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেওয়া উচিত। তবে কর্ণাটক পুলিশ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০১১ সালের মাদক মামলার পর দীর্ঘ সময় শাহরুখ পরিবারের কেউই প্রকাশ্যে দেখা দিচ্ছিলেন না। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল, অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথাও লিখে ফেলেছিল।’
এরপর পরিস্থিতি বদলাতে থাকলেও নতুন এই বিতর্ক কত দূর গড়ায়, তা নিয়েই এখন আলোচনা চলছে বলিউড মহলে।