
টলিপাড়ায় ফের গুঞ্জন—অভিনেত্রী সৌরসেনী মিত্র ও ব্যবসায়ী নিখিল জৈনের সম্পর্কে কি ফাটল ধরল? বহুদিন ধরেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিল, তবে সাম্প্রতিক এক মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, নুসরত জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার পর নিখিল জৈন নাকি টলিউডের এই তরুণীর সঙ্গেই নতুন সম্পর্কে জড়ান। একসময় সৌরসেনী ছিলেন তার শাড়ির ব্যবসার প্রচারণামুখ। ২০২৩ সালে বারাণসীর একটি বিজ্ঞাপন শুটিং থেকেই দুজনের ঘনিষ্ঠতা তৈরি হয়, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। এরপর নানা পার্টি এবং অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে।
সবচেয়ে বেশি নজর কাড়ে ২০২৩ সালের নভেম্বরে। ইডেন গার্ডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচে একই সারিতে বসে খেলা উপভোগ করতে দেখা যায় তাদের। আর ২০২৫ সালের ১ জানুয়ারি সৌরসেনী নিজেই ইনস্টাগ্রামে নিখিলকে বাহুলগ্না অবস্থায় একটি ছবি পোস্ট করেন, ক্যাপশন ছিল— “হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।” এতে সম্পর্কের গুঞ্জনে কার্যত সিলমোহরই পড়ে।
কিন্তু সম্প্রতি এক ইভেন্টে অভিনেত্রীর মন্তব্যে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। শীতের প্রসঙ্গে তিনি বলেন, “একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।”
তার এই কথায় অনেকেরই ধারণা—নিখিল ও সৌরসেনীর সম্পর্ক হয়তো আর আগের জায়গায় নেই। প্রিয়জনের হুডি চুরি করার মিষ্টি অভ্যাসও যে আর থাকবে না, তা স্পষ্টই ইঙ্গিত করছে সম্পর্কের টানাপোড়েনের দিকে।