
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের আবহ নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই স্থগিত করা হয়েছে বাংলাদেশ দূতাবাস আয়োজিত “রেমিট্যান্স যোদ্ধা দিবস”-এর সব কর্মসূচি, যা প্রতিবছর জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মরণে অনুষ্ঠিত হয়।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ এক শোকবার্তায় এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দূতাবাসে অর্ধনমিত রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় মালদ্বীপ বিএনপি শাখার উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. খলিলুর রহমান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মালদ্বীপে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের মধ্যেও শোকের ছায়া দেখা যায়। প্রবাসীদের অনেকে দুর্ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখে যথাযথ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।