
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা দ্রুতই ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বৈঠক চান। তবে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মনে করেন, এখনই সেই সময় আসেনি।
চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, “এসসিও সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কথাবার্তাও হয়েছে। আমি সেখানে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছি। তারা দু’জনই আমাকে জানিয়েছেন যে মুখোমুখী বৈঠকের চেয়ে ইস্তাম্বুলে চলমান শান্তি সংলাপকে তারা গুরুত্ব দিতে আগ্রহী।”
রাশিয়া ও ইউক্রেনের টানাপোড়েন শুরু হয় ক্রিমিয়া ইস্যু এবং ন্যাটো সদস্যপদ নিয়ে। দীর্ঘ উত্তেজনার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়, যা এখনো চলছে।
২০২৩ সালে যুদ্ধ থামাতে উদ্যোগ নেন এরদোয়ান। তার মধ্যস্থতায় ওই বছরের আগস্টে তুরস্কে প্রথম শান্তি আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। প্রায় এক মাস আলোচনার পর তা ভেস্তে গেলেও ২০২৫ সালের এপ্রিলে ফের নতুন করে আলোচনার প্রস্তাব দেন তিনি। এরপর মে মাসে আবারও শান্তি সংলাপ শুরু হয়। এখনো সেই সংলাপ চলছে এবং কিছু বিষয়ে সমঝোতাও হয়েছে। এর অংশ হিসেবে জুন থেকে উভয় দেশ কয়েক হাজার যুদ্ধবন্দি ও সেনাদের মরদেহ বিনিময় করেছে।
এদিকে ১৫ আগস্ট পুতিনের সঙ্গে এবং ১৮ আগস্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। দুই নেতার সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেছিলেন, শিগগিরই তাদের মুখোমুখি বৈঠক হবে বলে তিনি আশাবাদী। তবে সোমবার এরদোয়ানের মন্তব্যে ট্রাম্পের সেই আশা আপাতত ম্লান হলো।
সূত্র: রয়টার্স