
যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের একদিন পরই ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি আক্রমণ করলেন ভারত ও রাশিয়াকে। মস্কো ও নয়াদিল্লির অর্থনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, এই দুই দেশ চাইলে একসঙ্গে তাদের "মরা অর্থনীতি" ধ্বংস করে ফেলতে পারে— এতে তার কিছুই যায় আসে না।
হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, সেটা আমার কিছু আসে যায় না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মরা অর্থনীতি ডুবিয়ে দিতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তাদের শুল্কহার খুব বেশি—বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশের মধ্যে একটি। একইভাবে, রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তেমন কোনো বাণিজ্য নেই। আমি চাই, এই অবস্থাই থাকুক।”
ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে সম্মতি জানিয়ে রাহুল বলেন, ভারতের অর্থনীতি যে "মৃত", সে বিষয়ে দেশের সবাই অবগত— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী ছাড়া।
“ট্রাম্প ঠিক বলেছেন। ভারতের অর্থনীতি যে মরা সেটি প্রধানমন্ত্রী মোদি আর অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে। আমি খুশি যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সত্যি বলেছেন।” — বলেন রাহুল গান্ধী।
তিনি আরও অভিযোগ করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বেই ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
রাহুলের এই মন্তব্যের পর ভারতের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি তাঁর বক্তব্যকে দেশবিরোধী বলে আখ্যা দিয়েছে। এমনকি কংগ্রেসের ভেতর থেকেও কিছু নেতার বিরোধিতা এসেছে তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে।
সূত্র: এনডিটিভি