
ভারতীয় কংগ্রেস নেতা ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, বিজেপির দুই সংসদ সদস্য তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। তাদের দাবি, রাহুলের পরিণতি হবে তার দাদি ইন্দিরা গান্ধীর মতো।
রাহুল জানান, ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালে বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে দেওয়া মন্তব্যের জের ধরেই এই হুমকি আসে। ওই মন্তব্যকে কেন্দ্র করে মহারাষ্ট্রের নাসিকের এক আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা হয়। গত ২৪ জুলাই আদালত মামলায় তাকে জামিন দেন।
মামলাটি করেছিলেন নাসিকের বাসিন্দা ও এক অলাভজনক সংস্থার পরিচালক দেবেন্দ্র ভূটাডা। তার অভিযোগ, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন ও যাত্রার বক্তৃতায় রাহুল সাভারকরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, কংগ্রেস আদালতে একটি পৃথক আবেদন জমা দিয়েছে, যাতে সাম্প্রতিক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে। তার ভাষায়, গত ১৫ দিন ধরে রাহুল ‘ভোট চুরি’র অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ সময় সংসদে ‘হিন্দুত্ব’ ইস্যুতে প্রধানমন্ত্রী ও রাহুলের মধ্যে তর্ক হয়। একই সময়ে বিজেপির দুই এমপি তাকে ‘পাশে সরে দাঁড়াতে’ বলেন এবং দাদির মতো পরিণতির হুমকি দেন। এমনকি তাকে ‘সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবেও আখ্যায়িত করা হয়।
আইনজীবীর দাবি, হুমকি প্রদানকারীরা সাভারকরের অনুসারী এবং তাদের রাজনৈতিক অবস্থান ও পটভূমি বিবেচনায় রাহুলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই বিষয়টি আদালতের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা জরুরি।
আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানির তারিখ ১০ সেপ্টেম্বর ধার্য করেছে।