
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ কিনা তা নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি দ্বিতীয় দিনে প্রবেশ করেছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) শুনানির শুরু হয়। সেই সময় আইনজীবী শিশির মনির বলেন, "জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।"
এর আগেও, গত ১২ নভেম্বর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ শুনানিতে অংশ নেন। তখন আদালতের প্রতি বিরূপ মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেল মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। পরে আপিল বিভাগও তাকে ব্যাখ্যা দিতে বলেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে এই আইনজীবী হাইকোর্টে রিট করেন অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ কিনা তা নিয়ে। পরে হাইকোর্ট রিট খারিজ করে জানায়, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধতা প্রদান করেছে, তাই এ বিষয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এরপর তিনি আপিল বিভাগের অনুমতি চেয়ে আবেদন করেন।