
প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরাইল থেকে ফিরে জানালেন গভীর কৃতজ্ঞতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তিনি তাঁর মুক্তিতে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শহিদুল আলম লেখেন, “ধন্যবাদ, ড. ইউনূস! এবং জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার বার্তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।”
তাঁর এই কৃতজ্ঞতা প্রকাশের কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছানোর পর শহিদুল আলমকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তুর্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরাইল থেকে ফিরে আসেন।
এদিকে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে এবং তাঁর দেশে ফিরে আসার প্রক্রিয়ায় সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকেও ধন্যবাদ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।