
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে, দলটির জন্য শাপলা প্রতীক বরাদ্দের পথে আর কোনো আইনগত বা রাজনৈতিক বাধা অবশিষ্ট নেই।
বৃহস্পতিবার, ২ অক্টোবর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার ফেসবুক পেজে একটি পোস্টে জানান, নির্বাচন কমিশন যদি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেয়, তবে তিনি কোনো মামলা করবেন না। পোস্টে তিনি লিখেন, “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না।”
এই পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে মান্নার পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে বলা হয়, এনসিপির শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে এখন আর কোনো আইনগত বা রাজনৈতিক প্রতিবন্ধকতা রইল না।
এনসিপি তাদের বিবৃতিতে জানায়, নির্বাচন কমিশন প্রথমে শাপলা প্রতীক বরাদ্দে আইনগত জটিলতার কথা বলেছিল। কিন্তু এনসিপির লিগ্যাল উইং কমিশনকে বুঝিয়ে দেয় যে, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই। এরপর নির্বাচন কমিশন জানায়, রাজনৈতিক বাধা রয়েছে এবং উল্লেখ করে যে, নাগরিক ঐক্য দলটি এই প্রতীকটির জন্য আগে আবেদন করেছে।
তবে পরিস্থিতি মোড় নেয় মাহমুদুর রহমান মান্নার নতুন ঘোষণার পর। তিনি সাফ জানিয়ে দেন, এনসিপিকে শাপলা প্রতীক দিলে নাগরিক ঐক্য কোনো মামলা করবে না। এনসিপির ভাষ্যমতে, এতে নির্বাচন কমিশনের দেখানো রাজনৈতিক বাধাটিও সরিয়ে গেল।
বিবৃতিতে দলটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলে, কমিশন যেন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা বজায় রাখে, স্বেচ্ছাচারিতা থেকে বিরত থাকে এবং দলীয় প্রভাব ছাড়িয়ে জনগণের ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে।
প্রসঙ্গত, মান্নার পোস্টে আরও লেখা ছিল: “শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। কিন্তু প্রতিবাদ তো করব। আমরা যেহেতু আগে আবেদন করেছি; যদি প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দেয়া হয়, সেটা নাগরিক ঐক্যের প্রাপ্য।”