
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পাওয়ার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে।
রোববার ২ নভেম্বর বিকেল ৩টায় সিইসির দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির দাবি সত্ত্বেও কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। কারণ, এই প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিতে অন্তর্ভুক্ত নয়। সে কারণে এনসিপিকে প্রতীকটি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হলেও এনসিপির দীর্ঘদিনের দাবি অনুযায়ী ‘শাপলা’ প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়নি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন সম্প্রতি দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে এনসিপি একটি, এবং দলটির নিবন্ধন নিয়ে কোনো আপত্তি আছে কিনা তা যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “নতুন দল হিসেবে সহযোগিতার পরিবর্তে আমাদের কাজে বাধা তৈরি করছে নির্বাচন কমিশন। অথচ শাপলা কলির যে সিদ্ধান্ত, সেটি তারা এক মাস আগেও দিতে পারতো। আমরা শাপলাই চাই।”