-68ce7fb8094e3.jpg)
শারদীয় দুর্গাপূজার যাত্রী চাপ সামাল দিতে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে। এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া পূজা স্পেশাল ট্রেন চলবে।
প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে ৮৩৪ এবং রাতে ৭৮৯ আসনের ব্যবস্থা করা হয়েছে। ভাড়া মূলত নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই নির্ধারিত হয়েছে। তবে এসি সিটের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং নন-এসি সিটের ক্ষেত্রে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।
সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসবে ‘চট্টগ্রাম স্পেশাল, যা রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাত ১০টায় কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে। ১ অক্টোবর সকাল ১১:৩০টায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছাড়বে এবং রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। ওই রাতেও ঢাকা থেকে কক্সবাজারে আরেকটি ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২ ছেড়ে যাবে।
এরপর ৩ অক্টোবর সকাল ১১:৩০টায় কক্সবাজার থেকে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১ ছেড়ে আসবে এবং রাতে ঢাকার কমলাপুর থেকে আবার কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ চলবে। ৪ অক্টোবর সকাল ১১:৩০টায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ ছাড়বে। একই দিন রাত ১০টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী বিশেষ ট্রেন ছেড়ে ভোর ৪:৩০টায় গন্তব্যে পৌঁছাবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।