
বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান, যিনি ‘বাদশাহ’ নামেই পরিচিত, অবশেষে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো স্বীকৃতি পাচ্ছেন। চলতি বছর অনুষ্ঠিতব্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন বলে জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা।
১ আগস্ট (বৃহস্পতিবার) দিল্লিতে অনুষ্ঠিতব্য এক সংবাদ সম্মেলনে এই পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সূত্র জানায়।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশনধর্মী সিনেমা ‘জওয়ান’-এ শাহরুখ খান দ্বৈত চরিত্রে অভিনয় করে নতুনভাবে মুগ্ধ করেন দর্শক ও সমালোচকদের। এই ছবির মধ্য দিয়ে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারের স্বাদ পেতে যাচ্ছেন।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ দিয়ে বলিউড যাত্রা শুরু করা শাহরুখ খান গত তিন দশকে উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় সিনেমা দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ‘কভি খুশি কভি গম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই নেম ইজ খান’ প্রভৃতি। কিন্তু জাতীয় পুরস্কার সবসময়ই তার ঝুলির বাইরে ছিল। ‘জওয়ান’ সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছে।
২০২৩ সাল শাহরুখ খানের ক্যারিয়ারে মোড় ঘোরানো বছর হিসেবে বিবেচিত হচ্ছে। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ এই তিনটি ছবির সম্মিলিত আয় ভারতীয় বক্স অফিসে ছাড়িয়েছে ১৩০০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ২৫০০ কোটিরও বেশি। দর্শকসংখ্যা ছাড়িয়েছে ৭ কোটির গণ্ডি।
যদিও তিনি ইতোমধ্যে বহু আন্তর্জাতিক পুরস্কার ও ফিল্মফেয়ার জিতেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন ছিল অধরাই। এবার সেই শূন্যতা পূরণ হতে চলেছে।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে, যা মুক্তি পাবে ২০২৬ সালে। এ ছবির মাধ্যমে তার কন্যা সুহানা খান বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।
দীর্ঘ ক্যারিয়ারে কোটি ভক্তকে বিনোদন দেওয়া শাহরুখ খানের জন্য জাতীয় পুরস্কার নিঃসন্দেহে এক ঐতিহাসিক স্বীকৃতি। শুধু তার ভক্তদের জন্যই নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।