
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয়েছে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী রুবেলকে (৩৫)। বুধবার গভীর রাতে উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হারুয়ালছড়ি ইকোপার্কের পাশের একটি বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত রুবেল ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় চারটিরও বেশি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন তিনি।
পুলিশ জানায়, হামলার সময় রুবেলের সঙ্গে মোরশেদ ও আজিম নামে দুই সহযোগীও ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত প্রথমে ঘরের বাইরে শটগান দিয়ে গুলি চালায়। শব্দ শুনে আজিম পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা ঘরে ঢুকে রুবেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় মোরশেদও আহত হন এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “আজ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আজিমকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কাউকে শনাক্ত করতে পারেননি। হাসপাতালে চিকিৎসাধীন মোরশেদের মোবাইল জব্দ করা হয়েছে। কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা জানান, পদুয়া এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল রুবেল। তার কারণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন।