
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইন সভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতুবি সংলাপ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনি এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। ১৭ জুন সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক চলবে ১৯ জুন পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক হবে।
বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।
সূত্র জানায়, এ বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।