
সরকারি চাকরিজীবীরা চলতি বছরে বেশ কিছু দীর্ঘ ছুটি উপভোগ করেছেন। অনেক বছরের মধ্যে এ ধরনের ছুটি তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। এবার ২০২৫ সালের শেষ চার মাসে আরও দুইটি দীর্ঘ ছুটি মিলবে, যা টানা ছুটির আনন্দ বাড়াবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর সরকারি কর্মচারীরা আরও পাঁচ দিন সরকারি ছুটি পাবেন। এর মধ্যে চার দিন সাধারণ ছুটি এবং এক দিন নির্বাহী আদেশের ছুটি।
সাধারণ ছুটির মধ্যে রয়েছে:
ঈদ-ই-মিলাদুন্নবী: ৬ সেপ্টেম্বর (শনিবার)
দুর্গাপূজা: ১ অক্টোবর (বুধবার) ও ২ অক্টোবর (বৃহস্পতিবার)
বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)
বড়দিন বা যিশুখ্রিস্টের জন্মদিন: ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)
দুর্গাপূজার সময় ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। যেহেতু এই ছুটির সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে, তাই চাকরিজীবীরা দুর্গাপূজায় চার দিন টানা ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে, বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সরকারি ছুটি রয়েছে। সঙ্গে ২৬-২৭ ডিসেম্বরের শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে চাকরিজীবীরা ডিসেম্বরেও তিন দিনের দীর্ঘ ছুটি কাটাতে পারবেন।
এর আগে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি পেয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতরের সময় টানা ৯ দিন, আর ঈদুল আজহার সময় টানা ১০ দিন সরকারি ছুটি উপভোগ করা গিয়েছে।
এভাবে বছরের শেষ চার মাসেও সরকারি ছুটি তাদের জন্য আরেকবার দীর্ঘ বিশ্রামের সুযোগ নিয়ে আসছে।