
আগামী বছর, ২০২৬ সালে বাংলাদেশের সরকারি ও আধা-সরকারি অফিসগুলোতে মোট ২৮ দিনের ছুটি পালন করা হবে। এই ছুটির মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ঘোষিত ছুটি হিসেবে থাকবে। বিষয়টি গত রোববার, ৯ নভেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে।
এছাড়া ধর্মীয় ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মুসলিম কর্মচারীরা সর্বোচ্চ ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীরা ৯ দিন, খ্রিষ্টান ধর্মের কর্মচারীরা ৮ দিন, বৌদ্ধ ধর্মের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে প্রতিটি কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী সর্বোচ্চ ৩ দিনের ঐচ্ছিক ছুটি বছরের শুরুতেই কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নেবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যারা সরকারের অত্যাবশ্যকীয় কর্মক্ষেত্রে বা নিজস্ব আইন-কানুন অনুযায়ী পরিচালিত অফিসে কর্মরত, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারবে।
এদিনের প্রজ্ঞাপনের আগে, ৬ নভেম্বর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন প্রদান করে। মোট ২৮ দিনের মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি হিসেবে (শুক্র ও শনিবার) গণনা করা হয়েছে।