
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ব্যালট পেপার সরকারি প্রেসে ছাপার দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি দলটি চায়, গণভোট ও জাতীয় নির্বাচনের কোনো ব্যালট বেসরকারি প্রেসে ছাপানো না হোক।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠকে মূলত ব্যালট ছাপার প্রতিষ্ঠান ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়।
বেসরকারি প্রেসে ব্যালট ছাপানোর পরিকল্পনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশন বিষয়ক কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, “আমাদের যে ব্যালট পেপার ছাপা হয় এটা নরমালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়। এবার আমরা শুনতে পাচ্ছি, এর বাইরেও বেসরকারি প্রেসে ছাপানোর চিন্তাভাবনা করা হচ্ছে। আমরা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট ছাপানোর পক্ষে নেই। সব ব্যালট সরকারি প্রেসে ছাপানো হোক।”
সব ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়েও বিএনপি নেতৃত্ব বৈঠকে জোর দেয়।
নজরুল ইসলাম খান আরও জানান, “এবার ভোটে দুটি ব্যালট থাকবে- একটি গণভোটের জন্য, অন্যটি জাতীয় নির্বাচনের। দুটি ব্যালটে ভোট দিতে গেলে সময় বেশি লাগবে। তাই আমরা আলোচনা করেছি যেন সবাই সহজে ভোট দিতে পারে। কেউ যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয়। ভোট গ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে এটি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সম্প্রসারণ করা যেতে পারে। এছাড়া বুথের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।”
বৈঠকে বিএনপি এই নির্বাচন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও অংশগ্রহণমুখী করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরে।