
সিলেটের সাদা পাথর এলাকায় লুটপাটের ঘটনার পর সুনামগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ সদর ও তাহিরপুর সীমান্ত এলাকায় বালু ও পাথর লুটপাট প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানের নেতৃত্ব দেন সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি বলেন, “সুনামগঞ্জে ৯০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ, পণ্য চোরাচালান কিংবা প্রাকৃতিক সম্পদ লুটপাট না ঘটে।”
তিনি আরও জানান, বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে তাহিরপুরের যাদুকাটা নদী, সুনামগঞ্জ সদরের চলতি নদী, দোয়ারাবাজার ও ছাতকের বালু-পাথরের মহাল। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলো রক্ষাতেও বিজিবি সক্রিয় রয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত অভিযানে প্রায় ৪৬ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ও চোরাই পথে আনা গরু জব্দ করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দেড়শ থেকে ৩০০ গজ পর্যন্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি চলছে।
তবে জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে অধিনায়ক বলেন, “প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকায় মাত্র ২০ জন সদস্য টহল দেন। সীমিত জনবল নিয়েও তারা সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে দায়িত্ব পালন করছেন।”
বিজিবি জানায়, এখনো পর্যন্ত সুনামগঞ্জ সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।