
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশাসনিক ভোগান্তি কমাতে রেজিস্ট্রার ভবনকে পুরোপুরি পেপারলেস করার পরিকল্পনা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে দীর্ঘসূত্রি প্রশাসনিক প্রক্রিয়া, আমলাতান্ত্রিক জটিলতা এবং অযথা হয়রানি দূর করে রেজিস্ট্রার ভবনকে আধুনিক ও ডিজিটালাইজড করা হবে।
বুধবার (২৭ আগস্ট) ঢাবির প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম অভিযোগ করেন, বর্তমানে ভর্তি থেকে শুরু করে যেকোনো প্রশাসনিক কাজের জন্য শিক্ষার্থীদের একাধিকবার আবেদন জমা দিতে হয়। এই প্রক্রিয়ায় বিভাগে, অনলাইনে এবং ব্যাংকেও আলাদাভাবে লেনদেন করতে হয়। সব প্রক্রিয়া শেষে রেজিস্ট্রার ভবনে এসে শিক্ষার্থীরা প্রায়ই ‘লাঞ্চের পর আসেন’ বা ‘আগামীকাল আসেন’ ধরনের নির্দেশনার কারণে ভোগান্তির শিকার হন।
তিনি প্রতিশ্রুতি দেন, আমি জয়ী হলে প্রশাসনিক ভবন পুরোপুরি ডিজিটাল করা হবে। শিক্ষার্থীরা হলে বসেই অনলাইনে সব ধরনের আবেদন ও পেমেন্ট করতে পারবেন। বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘উচ্চশিক্ষা সেল’ গঠন করা হবে, যা সার্টিফিকেট যাচাই, প্রেরণসহ যাবতীয় সেবা অনলাইনে প্রদান করবে।
সাদিক আরও জানান, রেজিস্ট্রার ভবনে পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করা হবে, যা শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ উন্নয়নে সহায়ক হবে।