
হাজার কোটি টাকা পাচারকারী সন্দেহে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২২ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল তারেক আলমকে আদালতে হাজির করতে যাচ্ছে।
তারেক আলমের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী।
জানা যায়, দুর্নীতি, অনিয়ম, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিয়ম ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে- এমন অভিযোগের ভিত্তিতে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান চলে। এ সময় অনিয়ম-দুর্নীতি, অর্থপাচারের অধিকতর অনুসন্ধান ও তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে যৌথ দলও কাজ করছে।
প্রসঙ্গত, গোপন খবরের ভিত্তিতে গত ১৩ আগস্ট ঢাকা দক্ষিণ সিটির সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে তাদের নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক ছাত্র এবং এক হকার নিহত হন। পরে এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।