
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতির সব ক্ষেত্রে মেধাবীদের সংযোজন করতে চান যারা দেশ ও জাতির গঠনে দূরদর্শী চিন্তা করতে পারবেন।
রবিবার রাজধানীর কুরিলের যমুনা ফিউচার পার্ক অডিটোরিয়ামে আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, "খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে এনে নতুনভাবে এর উন্নয়নে কাজ করতে হবে।" তিনি উল্লেখ করেন, দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষার জন্য ক্যারাটের পাশাপাশি ফুটবল, ক্রিকেট ও হকির মত অন্যান্য খেলাধুলার সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলায় অংশগ্রহণ প্রতিযোগীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দেয়। খেলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধপ্রবণতা কমায়। যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি, সেখানে অপরাধের হার তুলনামূলক কম থাকে।
সালাহউদ্দিন বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। সুযোগ পেলে ভবিষ্যতে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে এবং উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করা হবে। এতে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় পর্যায়ে আসতে পারবে।
তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে জাতিগঠন ও জাতীয় চরিত্র গঠনে মনোনিবেশ করতে হবে। "এই ধরনের সামাজিক বিনিয়োগের সুফল ভবিষ্যতে বহু উপায়ে পাওয়া যায়।"