
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে হলে ইতিবাচক রাজনীতির চর্চা জরুরি।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা রাজনৈতিক সংস্কৃতিতে জনবান্ধব পরিবর্তন আনতে চাই। এজন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে জনদুর্ভোগ এড়াতে খাল ও নর্দমা পরিষ্কার কিংবা ফুটবল ম্যাচের মতো আয়োজন করেছি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতির সূচনা করতে হবে। জবরদস্তিমূলক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।
কার্যকর সংস্কার কেবল আইন-কানুন বা সংবিধান পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, মনস্তাত্ত্বিক পরিবর্তন ও সহনশীলতার মধ্য দিয়েই প্রকৃত পরিবর্তন আসতে পারে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন।