
সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশের সময় আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থী সবার জন্য নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখা এখন বাধ্যতামূলক। সর্বোচ্চ আদালতের নিরাপত্তা জোরদারে এ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (৪ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরে প্রকাশিত এক সার্কুলারে এ নির্দেশনা জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।”
এছাড়াও নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর অনুরোধে প্রয়োজনীয় তথ্য যেমন এনআইডি, পাসপোর্ট বা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে বলা হয়েছে।