
সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের সা’দা প্রদেশের আবাসিক এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ চালিয়েছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। এই ঘটনার খবর প্রকাশ করেছে মেহের নিউজ।
আল-মাসিরাহ সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সীমান্তবর্তী রাযিহ ও ঘামর জেলায় সৌদি সেনারা হামলা চালায়। এতে স্থানীয় বাসিন্দারা অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় প্রতিদিন সা’দা প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সৌদি বাহিনী গোলাবর্ষণ চালাচ্ছে, যার ফলে বেসামরিক নাগরিকদের জীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো বহুবার এই হামলার কারণে বেসামরিক জনগণ এবং আফ্রিকান অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে।