
বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তুতির প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে লরেন ড্রেয়ার বলেন, বিশ্বের ১৫০টিরও বেশি দেশে কাজ করলেও বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষতা তাকে মুগ্ধ করেছে।
লরেন ড্রেয়ার বলেন, "আমরা এত দক্ষ প্রশাসনিক সমন্বয় ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আগে কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এখানকার টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি।"
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখন বর্ষাকাল, চারপাশে সবুজের সমারোহ ও পানিতে পূর্ণ প্রকৃতির রূপ সৌন্দর্য বয়ে আনলেও, বন্যা ও জলাবদ্ধতার মতো বাস্তবতা রয়েছে। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. ইউনূস আরও জানান, দেশের পার্বত্য ও দূরবর্তী অঞ্চলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন জরুরি হয়ে উঠেছে। এসব এলাকায় ভালো মানের শিক্ষক ও চিকিৎসক নেই। তাই অনলাইন শিক্ষা এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, মানুষের স্বাস্থ্যতথ্য ডিজিটালি সংরক্ষণ করে ভবিষ্যৎ চিকিৎসায় তা ব্যবহারযোগ্য করে তোলার কথাও তিনি উল্লেখ করেন।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও এ ধরনের ডিজিটাল স্বাস্থ্যসেবার উপযোগিতা তুলে ধরেন তিনি।
স্পেসএক্স কর্মকর্তাকে উদ্দেশ করে ইউনূস বলেন, "বাংলাদেশে আমরা ছোট ছোট উদ্ভাবনী উদ্যোগ নিচ্ছি, কিন্তু এগুলোকে আপনারা চাইলে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে পারেন।"
ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, "আপনি যে উদাহরণ তৈরি করছেন, তা আমরা অন্য দেশগুলোর নেতাদের সামনে তুলে ধরতে পারি। আপনার কাজকে একটি অনুপ্রেরণার রূপে উপস্থাপন করবো—যদি অধ্যাপক ইউনূস পারেন, তবে অন্যরাও পারবেন।"
তিনি দুর্নীতির বিরুদ্ধে ড. ইউনূসের পদক্ষেপকেও প্রশংসা করেন এবং বলেন, “প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও সুশাসন নিশ্চিত করা অত্যন্ত প্রভাবশালী চিন্তা। আমি বহু দেশ সফর করেছি, জানি দুর্নীতি কত বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যেভাবে এটি মোকাবিলার চেষ্টা করছেন, তা প্রশংসনীয়।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।