
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা তার নতুন স্বতন্ত্র প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে, বুধবার উমামা ফাতেমা তার প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এর আগে, ১৮ আগস্ট তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
গত ৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন উমামা ফাতেমা।
প্রার্থী তালিকা অনুযায়ী, এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা নিজেই। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া, এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
উমামা ফাতেমা বলেন, “ক্যাম্পাসে একটি উন্নত পরিবেশ গড়ে তোলার জন্য সাধারণ শিক্ষার্থী, ছাত্ররাজনীতি এবং প্রশাসনের মধ্যে বোঝাপড়া থাকা জরুরি। আমরা চাই শিক্ষার্থীরা রাজনৈতিকভাবে সচেতন হোক, তবে ক্যাম্পাস পরিচালিত হবে মূলত একাডেমিক পরিবেশের ভিত্তিতে।”