
আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি এমন দাবি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রোববার (২৭ জুলাই) এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রিয়াদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির কোনো অস্তিত্ব নেই।’’
বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়, “কোনো ব্যক্তি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে অপরাধ বা রাষ্ট্রবিরোধী কাজে জড়ায়, তাহলে সেটির দায় সম্পূর্ণভাবে ওই ব্যক্তিকেই নিতে হবে। এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।”
এছাড়া, সংবাদমাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, “বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। তবে একই সঙ্গে গণমাধ্যমের কাছে প্রত্যাশা, তারা যেন ভবিষ্যতে এ ধরনের তথ্য যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে।”