
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো ভাঙতে পারে না। তিনি বলেন, “ইসলামে বলা হয়েছে- যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি এই কথাটা মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না।”
বৃহস্পতিবার ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। তিনি আরও জানান, সারা দেশে উৎসবমুখর পরিবেশে পূজা পালিত হচ্ছে এবং আজ বিজয়া দশমী।
নূরজাহান বেগম উল্লেখ করেন, “বিষাদের সময় সবারই মন খারাপ হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিন ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমি নিজেও দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি।”
এ সময় গুলশান ও বনানী এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা ঐ অঞ্চলে স্থায়ী পূজা অর্চনার জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মণ্ডপ পরিদর্শনের সময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।