
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে নতুন এক মাইলফলকে পৌঁছেছেন ইলন মাস্ক। প্রথমবারের মতো ইতিহাসে কারও ব্যক্তিগত সম্পদের পরিমাণ অতিক্রম করল ৫০০ বিলিয়ন মার্কিন ডলার।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি xAI–এর শেয়ারের মূল্যবৃদ্ধির ফলে এই সম্পদ বৃদ্ধির ঘটনা ঘটেছে।
ফোর্বস বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুরের পর ইলন মাস্কের মোট সম্পদ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলারে। যদিও দিন শেষে সামান্য কমে তা গিয়ে দাঁড়ায় প্রায় ৪৯৯ বিলিয়ন ডলারে।
মাস্ক বর্তমানে টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছর এই কোম্পানির শেয়ারের দাম ইতোমধ্যেই ২০ শতাংশের বেশি বেড়েছে। শুধু বুধবারই নিউইয়র্ক শেয়ারবাজারে টেসলার শেয়ারমূল্য আগের দিনের তুলনায় ৩.৩ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্ক তার কোম্পানিগুলোর দিকে আবারও মনোযোগী হচ্ছেন বলে বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে। এর আগে রাজনৈতিক বিষয়ে সক্রিয় ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
সম্প্রতি মাস্ক টেসলার প্রায় ১ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন, যা অনেকের কাছে কোম্পানির প্রতি তার দৃঢ় আস্থার প্রতিফলন হিসেবেই বিবেচিত হয়েছে।
ফোর্বসের তথ্যমতে, ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারমূল্যে ৪০ শতাংশের বেশি উল্লম্ফন দেখা গেলে কিছু সময়ের জন্য এলিসন মাস্ককে অতিক্রম করেছিলেন।