
বিনোদন জগতের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জানাজার তারিখ ঘোষণা করে নতুন করে আলোচনায় এসেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে স্ত্রী রিয়া মনিকে কেন্দ্র করে একের পর এক বিতর্কে জড়ান হিরো আলম। সর্বশেষ তিনি অভিযোগ করেন, রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই তিনি একাধিক ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করেন। এর পর রিয়া মনি জানান, তিনি ইতোমধ্যেই হিরো আলমকে তালাক দিয়েছেন।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার (১২ আগস্ট) হিরো আলম ফেসবুকে নতুন একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, "রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না।"
আরও লিখেন, "আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল—মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি—আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।"
কনটেন্ট ক্রিয়েটরের এই পোস্টে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে—অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ এটিকে আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।