রাবির ‘এ’ ইউনিটে প্রথম বোরহান ও সাদিয়া


MARCH NAEEM 2ND/ru_1_20250425_204405870.jpg

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ৬টা ১০ মিনিটের দিকে 'এ' ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর। তিনি পরীক্ষায় ৮৫ দশমিক ৭৫ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৪৬১২৯৭৪৬। তার বাবার নাম মো. ফরিদুল আলম। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন সাদিয়া শারমিন রিও। তিনি পরীক্ষায় ৮৬ দশমিক ২৫ নাম্বার পেয়েছেন। তার রোল নাম্বার ৫৮২৪৬৬৪০। তার বাবার নাম এ. এস. এম. শরিফুল আলম। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×