পিএসসি সংস্কার: সাত দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ


April 2025/JU protest 7.jpg

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার এবং প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে অনশনরত ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, প্রধান ফটক ও শান্ত চত্বর প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে শান্ত চত্বরে তারা সমাবেশ করে। এ সময় আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হুসাইন মুন্না ৭ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- ৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করতে হবে; প্রিলি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে। প্রতিটি বিসিএসের নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে; সুপারিশ প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে ভেরিফিকেশনের হয়রানি লাঘবের ব্যবস্থা এবং গেজেট প্রণয়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হতে হবে; ভাইভা উত্তীর্ণ সকলের চাকরি নিশ্চিত করতে হবে; প্রাইভেট সেন্টার আবেদন ফি সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে আগামী ৭ দিনের মধ্যে কমিশন গঠন করতে হবে; বিসিএসসহ সব চাকরি পরীক্ষার ভাইবা বোর্ডে নিরপেক্ষ লোক নিয়োগ দিতে হতে; বিসিএস প্রশ্ন ফাঁসকারী চক্রাদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; অন্যথায় নতুন করে পরীক্ষা নিতে হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, ‘পিএসসি সংস্কারের জন্য আন্দোলন করেছি এটাই শেষ নয়, সংস্কার না হলে আন্দোলন অব্যাহত থাকবে। ৪৬তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই। জড়িত কর্মকর্তা ও শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া ওই পরীক্ষা বাতিল করে পুনরায় নিতে হবে। এছাড়া একই দিনে অনেকগুলো পরীক্ষা নেওয়া হচ্ছে যা দুঃখজনক। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×