সিলেটে ভারতীয় গরুসহ যুবক আটক
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৪১ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

সিলেটে এবার ভারতীয় পাঁচটি চোরাই গরুসহ মো. জুবের আহমদ (৪০) নামের যুবককে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিরে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ ৫৫ হাজার টাকার পাঁচটি ভারতীয় চোরাইগরুসহ একটি মিনি পিকআপ আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত জুবের আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানাধীন কম্পাউন্ড মেইন গেইট সংলগ্ন বাদাঘাট-তেমুখী পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে বাদাঘাট থেকে আসা ভারতীয় গরু বোঝাই একটি নীল ও হলুদ রঙের মিনি পিকআপ থামানোর সংকেত দেওয়া হয়। পিকআপ চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত চালক মো. জুবের আহমদসহ এই অপরাধে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। ওই ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।