আট পর্যটককে অপহরণ করে ৭ লাখ টাকা মুক্তিপণ আদায়, নারীসহ গ্রেফতার ৪


March 2025/Tourist kidnap.jpg

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় আট পর্যটককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় এক নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে দীঘিনালা উপজেলার চিটিং টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুরের বাসিন্দা মো. খলিলুর রহমানসহ আট বন্ধু মিলে সাজেক ঘোরার জন্য গত ২ মার্চ খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। গত ৩ মার্চ তারা যাত্রা করেন খাগড়াছড়ি থেকে সাজেকের পথে। সকাল সাড়ে ১০টায় দীঘিনালার ৯ মাইল এলাকায় অপহরণকারী মো. বেলাল ও আজিবুর রহমান তাদের গাড়ির গতিরোধ করে একটি আমবাগানে নিয়ে যায়। এরপর আটকে রেখে মুক্তিপণ চায়।

মো. জাকারিয়া বলেন, ‌‘পর্যটকদের সারা রাত আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ চায় বেলাল ও আজিজুর। অপহরণের শিকার পর্যটকদের কাছ থেকে সাত লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছিল তারা। বিভিন্ন ব্যাংক হিসাবে এই টাকা জমা হওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরে রবিবার রাতে দীঘিনালার চিটিং টিলায় অভিযান শুরু করে। অভিযানে বেলাল, আজিবুর রহমান, মো. সহিদুল, সুফিয়া বেগমকে চিটিং টিলার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার চার জনসহ আট জনের নাম উল্লেখ করে অপহরণের শিকার মো. খলিলুর রহমান দীঘিনালা থানায় একটি মামলা করেন। গ্রেফতার চার জন অপহরণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×