
বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব, পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজ বর্তমানে আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। তিনি BANFPU রোটেশন-১৮-এর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বর্তমানে মিশনটি শেষ হলেও তিনি কন্টিনজেন্টটি গুছিয়ে নিয়ে আসার জন্য বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কংগো-এর রাজধানী কিনশাশায় অবস্থান করছেন।
তিনি বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন। অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত এসপি জান্নাত আফরোজ পেশাগত জীবনের পাশাপাশি মানবিক কাজেও সবসময় এগিয়ে থাকেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি অসহায় মানুষের সাহায্য, সামাজিক কার্যক্রম এবং মানবিক উদ্যোগে সহযোগিতা করে থাকেন। সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দয়ালু কর্মকর্তা হিসেবে পরিচিত।
ব্যক্তিগত জীবনে এসপি জান্নাত আফরোজ পশুপাখি খুবই ভালোবাসেন। প্রাণীদের প্রতি তার এই মায়া ও যত্ন তাকে ভিন্নভাবে অনুপ্রাণিত করে। পাশাপাশি ভ্রমণপ্রিয় এই কর্মকর্তা সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন মনোরম স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন।
জাতিসংঘ মিশনে তার দায়িত্ব পালন বাংলাদেশের জন্য মর্যাদা ও গৌরব বয়ে এনেছে। তার এই অবদান ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।