বিয়ের আগের দিন সড়কে প্রাণ হারালেন প্রবাসফেরত যুবক
- মেহেরপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৩৭ পিএম, ২২ মার্চ ২০২৫

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহারবাটি এবাদত খানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। বিয়ের আগের দিন সড়কে তার প্রাণ গেল।
স্থানীয়রা জানান, সাগর হোসেন মোটরসাইকেল নিয়ে গাংনী থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সাগর গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে গাংনী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, সাগর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। রোববার তার বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ গেল।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে সাগরের।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।