অপহৃত চবি শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৪২ পিএম, ২০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থীকে নি:শর্ত মুক্তি ও কাউখালি উপজেলায় এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে রাঙামাটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে কে রায় সড়ক এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সুজন চাকমার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার, হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির সহ সভাপতি কবিতা চাকমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুমেন চাকমা সহ রাঙ্গামাটি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা এসময় বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চুক্তির পরও চুক্তি বিরোধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ না করায় পাহাড়ে চাদাবাজী, সংঘাত ও অপহরণের মতো ঘটনা বন্ধ হচ্ছে না।
পাহাড়ে সকল অপহরনের ঘটনার সাথে ইউপিডিএফ’কে দায়ী করে বক্তরা বলেন, এরা এতো শাক্তিশালী হলো কিভাবে। তারা কি রাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী? তারা যদি রাষ্ট্রের চেযেও বেশি শাক্তিশালী না হয়ে থাকে তাহলে রাষ্ট্র কেন অপহৃত চবি’র পাঁচ শিক্ষার্থীদের ৫ দিনেও মুক্ত করতে পারলো না। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি জানান তারা।
এছাড়াও কাউখালীতে মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ করে এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
প্রসঙ্গত গত ১৬ এপ্রিল বিজু শেষে ফেরার পথে খাগড়াছড়ি গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে সন্তু লারমা নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদ। তবে এই অভিযোগ অস্বিকার করেছে ইউপিডিএফ।