চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৬


MARCH NAEEM 2ND/rangpur_20250426_124000014.jpg

রংপুরের পীরগঞ্জে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশুকে হত্যার ঘটনায় প্রধান আসামি বিটুল মিয়াসহ (২৫) ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক।

বিটুল মিয়া পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। কিছুদিন থেকে তিনি তার নানার বাড়ি হাসারপাড়া গ্রামে অবস্থান করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পার্শ্বে বড়দহ বটতলা নামক স্থানে গরুর ঘাস আনতে যায়। এ সময় বিটুল মিয়া সেখানে বেলালের সঙ্গে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিটুল তার সঙ্গে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ মারে। এ সময় বেলালের দুই বন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বিটুল পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় বেলালকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এদিকে, খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ সেনাসদস্যের একটি বিশেষ বাহিনী ঘটনাস্থল থেকে বিটুলের নানা, নানি, ২ মামাসহ ৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে সাড়াশি অভিযান চালিয়ে রাত ৩টার দিকে কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জহুরন নেচার বাড়ি থেকে প্রধান আসামি বিটুলকে গ্রেফতার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, বিটুল মিয়া নামের ওই যুবকের নামে আরও একটি হত্যা মামলা আছে। আজকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×