ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৪৮ পিএম, ২৬ এপ্রিল ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ‘বিজনেস রিভিউ মিটিং’ শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্ম আবদুল মান্নান এতে প্রধান অতিথি ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রোকন উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট অঞ্চল প্রধান ফয়সাল আহমেদ। এতে ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ বিজনেস রিভিউ মিটিংয়ে ব্যাংকের গ্রাহকসেবা, ডিপোজিট, বিনিয়োগ, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যসহ সার্বিক ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংকিংয়ের জনকল্যাণমূললক সেবাসমূহ প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য ম্যানেজার ও উপস্থিত অফিসারদের পরামর্শ দেন।
তিনি শরীয়াহর উদ্দেশ্যের আলোকে মানুষের জীবনমান উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরিকে প্রাধান্য দিয়ে স্থানীয় ডিপোজিট স্থানীয়ভাবে
বিনিয়োগ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া আবদুল মান্নান শরীয়াহ পরিপালন, সুশাসন বাস্তবায়ন এবং কর্মকর্তাদের নৈতিকমান, জ্ঞানগত উৎকর্ষতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
ব্যাংকের চেয়ারমান বলেন, ‘গত ৬ মাসে সাড়ে ৭ লাখ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার মাধ্যমে জনগণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রতি তাঁদের আস্থা ও ভালোবাসার স্বীকৃতি দিয়েছে। একই সময়ে এই ব্যাংকে ৩ হাজার ৩০০ কোটি টাকার নতুন ডিপোজিট সংগ্রহ এবং ২ হাজার ৪০০ কোটি টাকার বেশি খেলাপী বিনিয়োগ আদায় হয়েছে।’