বেলকুচিতে ধর্ষণচেষ্টার অভিযোগে জেল খাটা যুবককে গণধোলাই


April 2025/Azmir Hosen.jpg

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ধর্ষণের অভিযোগে জেল খাটা এক যুবক ফের ধর্ষণের চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌরসভায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত যুবকের নাম আজমির হোসেন (৩০)। তিনি পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

স্কুলছাত্রীর বাবা বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে তার ভাতিজাকে মাদ্রাসায় রেখে আসতে যায়। এ সময় আজমির জোর করে আমার মেয়েকে যমুনা নদীর কাশবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে আজমির। এ সময় আমার মেয়ে চিৎকার করলে আমার পুত্রবধূ ঘটনাস্থলে ছুটে গেলে আজমির পালিয়ে যায়।’

এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ এলাকা থেকে আজমিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজমির ইতিপূর্বে ধর্ষণের অভিযোগ জেল খেটেছেন। তিনি স্থানীয় প্রভাবশালীদের হয়ে কাজ করায় বারবার অপকর্ম করে রেহাই পেয়ে যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘আজমির নামের এক যুবককে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছি। তিনি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি। আজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষণে মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×