শিক্ষার্থীদের উন্নত-সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে ক্যারিয়ার ডেভলপমেন্ট সেমিনার


MARCH NAEEM 2ND/lakshimpur sc dw.jpg
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ভবিষ্যতে উন্নত ও সমৃদ্ধ ক্যারিয়ার গঠনে লক্ষ্মীপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডেভলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই সেমিনারে আয়োজন করা হয়।  
 
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (শিক্ষা) মো. মোস্তাফিজুর রহমান ও ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ। 
 
কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথিসহ কৃতি শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানের ৮ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। 
 
শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনে এমন ব্যতিক্রমী আয়োজন করায় স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ জানান। নিজেদের উচ্চ শিক্ষা ও ভবিষ্যত জীবনে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তারা। প্রতিবছর যাতে এই আয়োজন অব্যাহত রাখা হয়, সেই বিষয়ে কতৃপক্ষের নিকট দাবিও করেন তারা। 
 
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ালেখার প্রস্তুতিসহ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। কিভাবে পড়ালেখা করলে শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারবে, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজসহ ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে সে সকল বিষয়ে আলোচনা করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা তার বক্তব্যে বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। শিক্ষার্থীরা এসব সেমিনারের মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা সম্পর্কে যানতে পারবে এবং এখন থেকে সেই পরিকল্পনা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারবে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×