জৈন্তাপুর সীমান্ত থেকে পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৫

সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী থেকে এক পাথর শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার শ্রীপুর পাথর কোয়ারি এলাকার ১২৮০ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে গেলেও শুক্রবার বিকেলে নিশ্চিত করেছে বিজিবি।
শ্রমিক এখলাস উদ্দিন (২৭) উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাত্তি গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তিনি একসময় মোটর মেকানিক ছিলেন। কাজ না পেয়ে সম্প্রতি বালু পাথর সংগ্রহের কাজ শুরু করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাংলাবাজার এলাকার বালুঘাট হতে বারকি নৌকা নিয়ে সীমান্তবর্তী শ্রীপুর পাথর কোয়ারিতে যাওয়ার পথে কয়েকটি বারকি নৌকাকে ধাওয়া করে বিএসএফ। অন্য নৌকা শ্রমিকরা নিরাপদে চলে গেলেও এখলাছ উদ্দিন পারেননি। তাকে নৌকাসহ বিএসএফ ধরে নিয়ে যায়।
বিজিবি-৪৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কিন্তু তারা জানিয়েছে আটক এখলাছ উদ্দিনকে ভারতের ডাউকি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি ডাউকি পুলিশের হেফাজতে রয়েছেন।